795
Published on মার্চ 7, 2021চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "মুক্তির ডাক ঐতিহাসিক ৭ই মার্চ" উদযাপন উপলক্ষ্যে আজ ৭ই মার্চ ২০২১ রবিবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যালয়ে দারুল ফজল মার্কেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনা ও ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে মহানগর ছাত্রলীগের ৪১ টি ওয়ার্ড, ২৬টি থানার নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতার ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে কিভাবে দেশের সকল স্তরের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরে তা আলোচনা করা হয়।
এদিকে ঐতিহাসিক ৭ই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ সদর হাসপাতালে "বিগ ক্লিনিং ডে" পালন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার পৌর মেয়র জননেতা জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের সরকারি কৌশলী জনাব বিকাশ ঘোষ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জনাব আনিচুর রহমান খোকা, ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি জনাব রানা হামিদ, এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও, ডাক্তার, নার্স ও সর্বস্তরের স্বেচ্ছাসেবক।
এদিকে আজ রবিবার (৭ মার্চ) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতার আরেক কন্যা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন সেখানে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।