রাজশাহীর বাগমারায় ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

1200

Published on মার্চ 7, 2021
  • Details Image

বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার উদ্দেশ্যে ১৬ টি ইউনিয়নে মোট ৮২ জন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দলীয় ফরম উত্তোলন করেছেন। যারা দলীয় ফরম উত্তোলন করেছেন তাদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বিকেল ৩ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় কামান্ড সকলকেই মানতে হবে। আওয়ামী লীগের সংগঠন জাতির পিতার সংগঠন। আওয়ামী লীগ একটি সু সংগঠিত রাজনৈতিক দল। এই দলে দায়িত্ব পালনের মতো হাজারো নেতা-কর্মী আছে। ১৬টি ইউনিয়নে ১৬জনকেই দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করবেন। প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকার কারনে তৃণমূলের নেতৃত্বকে প্রাধান্য দিয়ে এবার প্রার্থী নির্বাচন করা হবে। প্যানেল করে ক্রমানুসারে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হবে। তিনিই চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করবেন। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এদিকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হাত তুলে শপথ নিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু,আহসান হাবীব, রিয়াজ উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম হেলাল, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান মাস্টার প্রমুখ। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত