1404
Published on মার্চ 7, 2021আজ ঐতিহাসিক ৭ই মার্চ,বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা কর্তৃক দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এসময় রংপুর জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগ ৭ই মার্চের কর্মসূচী অনুযায়ী দিনব্যাপী আন্তর্জাতিক মুক্তির দলীল স্বীকৃত এই ভাষণ প্রচার ও বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছেন।