নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

895

Published on মার্চ 2, 2021
  • Details Image

১ মার্চ ২০২১ইং সোমবার দুপুর ২.০০টায় কেন্দুয়া পাবলিক হল অডিটোরিয়ামে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জাকির আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, ধন্য পিতার ধন্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা। যিনি কর্মগুণে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে মর্মে আশা প্রকাশ করেন তিনি।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নীতি আদর্শের সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ জাস্টিস, মৎস ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির, কার্যনির্বাহী সদস্য মোঃ গোলাম রাব্বানী, সৈয়দ এহতেশামুল হক সুমন। সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হাসান খান অভ্র। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান লিটু।

এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি কৃষিবিদ মোঃ মঈনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আরিফুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ মাহমুদ রনি, সঞ্চালনা করেন কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম।

সম্মেলন শেষে মোঃ জাকির আলম কে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম মহসিন কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ (তিন) বছরের জন্য কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত