চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত

1151

Published on মার্চ 1, 2021
  • Details Image

বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। উন্নয়নে বাঁধা দিচ্ছে। তারা বিদেশি এজেন্সি এবং মিডিয়ার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিএনপির সেই ধরণের মনোবাসনা কোনদিন পূরণ হবে না। কারণ শেখ হাসিনার সরকার, জনগণের নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

রবিবার বিকাল তিনটায় চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

মাহবুবুল আলম হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, দুস্থ ভাতা ও বয়স্ক ভাতা দিয়ে যাচ্ছেন। যে দেশে দলের প্রধান নারী, নারী প্রধানমন্ত্রী এবং স্পিকার নারী। এটাই প্রমাণিত শেখ হাসিনা নারীদের নিয়ে কাজ করছেন। বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে রোল মডেল। এসব শেখ হাসিনার অবদান।
 
প্রাকৃতিক সম্পদে ভরপুর কক্সবাজারকে জননেত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ, গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল হচ্ছে। কক্সবাজার উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা বেশি টাকা বরাদ্দ দিচ্ছেন।
 
জনসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য লায়ন কমরুউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরীা থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতশত নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে যোগদান করেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত