2304
Published on ফেব্রুয়ারি 24, 2021রংপুরের হারাগাছ পৌরসভার নির্বাচন উপলক্ষে সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে হারাগাছ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র মনোনীত জনাব আব্দুল হাকিম মাস্টার-কে নৌকা প্রতিকে ভোট প্রদান করে জয়ের ধারা সহ হারাগাছের উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ, হারাগাছ পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা ও পৌরসভা'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।