বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

1294

Published on ফেব্রুয়ারি 23, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, নৌকা মানে উন্নয়ন। নৌকা মানে গণতন্ত্র। নৌকা মানে জনগণের বিজয়।

সোমবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় মুজিবমঞ্চে বগুড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন, বিএনপি করোনার টিকা নিয়ে রাজনীতি করেছে। কিন্তু সেটি সফল হয়নি। টিকা আসবার পর বিএনপির বুদ্ধিজীবীরা সবার আগে টিকা নিয়েছেন। তিনি বলেন, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে ভালোবাসা অর্জন করে নৌকায় ভোট চাইতে হবে। নৌকা স্বাধীনতার প্রতীক। আগামী ২৮ ফেব্রুয়ারি বগুড়া পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করুন। বগুড়া পৌরসভার উন্নয়নে সকল কিছুই করা হবে।

কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নৌকার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন। দেশে এখন উন্নয়ন বইছে বলেই এদেশের মানুষ ধানের শীষকে চায় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালোভাবে চলছে।

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা ও অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাব, শাহাদৎ আলম ঝুনু, আবু সুফিয়ান সফিক, ওবাইদুল হাসান ববি, শুভাশিষ পোদ্দার লিটন, জুলফিকার রহমান শান্ত, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায় ও সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু ওবায়দুল হাসান ববি দলীয়ভাবে মনোনীত হয়ে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত