1770
Published on ফেব্রুয়ারি 21, 2021সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার অঙ্গীকারের মধ্যদিয়ে আজ রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, ফুলেল শ্রদ্ধায় জাতি আজ তাদের স্মরণ করছে। ১৯৫২ সালের এ দিনে সালাম, রফিক, জব্বার, বরকতেরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। তাদের সেই জ্বালানো দীপশিখাই একাত্তরে অধিক উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিলো স্বাধীনতায়। আর বিশ্বের বুকে জন্ম হয় বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের।
তাই যথাযোগ্য রোববার (২১ ফেব্রুয়ারি) মর্যাদায় জাতি আজ স্মরণ করছে ভাষাশহীদদের। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা দেশে। সারা বছরের ন্যায় এবারও রাত ১২টা এক মিনিটে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এছাড়া দেশেরে স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।
আওয়ামী লীগ সভাপতির পক্ষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরই ধারাবাহিকতায় সারাদেশে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আজ রবিবার সকাল সাড়ে আটটায় শহীদ মিনারে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর পৌরসভার মেয়রসহ অন্যান্য সংগঠন।
রবিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের এসে শেষ হয়। পরে আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
গাজীপুরের কালিয়াকৈরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি।
মাগুরায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাংস্কৃতিক সংগঠনসহ শহরের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ ।
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় রাজশাহীতে ভাষা শহীদের স্মরণ করা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গনে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে। রাত ১২টা ০১ মিনিটে প্রথমে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার ও মীর ইশতিয়াক আহমেদ লিমন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শোক র্যালি নিয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে, মনিচত্বর হয়ে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে জড়ো হন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা কার্যালয়ে সকাল ৭.০০ ঘটিকায় দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে একটি র্যালি বের হয় যা রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখা'র সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরীর মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পূর্বাকাশে সূর্যোদয়ের আগেই একুশের গানের সুরে প্রভাতফেরি করে মহানগর আওয়ামী লীগ। খালি পায়ে প্রভাতফেরীতে অংশ নেন নেতৃবৃন্দ।
এছাড়াও সারাদেশে জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতি আজ স্মরণ করছে ভাষাশহীদদের। নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা দেশে।