শৈলকুপায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

909

Published on ফেব্রুয়ারি 20, 2021
  • Details Image

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে আসন্ন শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান প্রমুখ।

সভায় বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেফালী বেগমকে নৌকা প্রতীকে বিজয় নিশ্চিত করার জন্য কৃষকলীগের নেতাকর্মীদের জোর দিয়ে কাজ করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অসিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনসহ উপজেলা কৃষকলীগের নেতাকর্মী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত