বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ উদ্যোগ 'কর্মজীবনের কর্মশালা'র প্রথম ব্যাচ শুরু ১৫ ফেব্রুয়ারি

2304

Published on ফেব্রুয়ারি 14, 2021
  • Details Image

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগ সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ৭০ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হচ্ছে 'কর্মজীবনের কর্মশালা'র প্রথম ব্যাচ। বর্তমান সরকারের অধীনে তৈরি হওয়া বিভিন্ন অবকাঠামো উন্নয়নকে নিজ ক্যারিয়ারের জন্য কাজে লাগানোর লক্ষ্য নিয়ে চলতি বছরের শুরুতে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় 'কর্মজীবনের কর্মশালা'র। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে ৭ হাজারের বেশি শিক্ষার্থী। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন করা বাকি শিক্ষার্থীদেরও ব্যাচ করে কোর্স সম্পন্ন করা হবে। কর্মশালার মূল কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

কর্মজীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনার অভাবে নির্দিষ্ট গন্তব্য খুঁজে পায় না তরুণদের অনেকেই। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও বাধাগ্রস্ত হয় তারুণ্যের বিকাশ। আর সে কারণেই কর্মজীবনের দিকনির্দেশনা নিয়ে তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোর উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ‘কর্মজীবনের কর্মশালা: তরুণদের কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচি’ শীর্ষক এই উদ্যোগের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিপুল অবকাঠামো-পরিকাঠামো তৈরি করেছেন, সেগুলোর মাধ্যমে দেশের যেকোনো তরুণ-তরুণী তার নিজের সম্ভাবনার সর্বোচ্চটাকে কাজে লাগাতে পারবেন। কিন্তু তারুণ্যের নিজেদের সম্ভাবনার সর্বোচ্চটাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন একটা সঠিক গাইড লাইন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের তরুণ প্রজন্ম নিজেদের একাডেমিক লেখাপড়া করলেও আধুনিক কর্মজীবন সম্পর্কে তাদের জানাশোনা কম। এমনকি আর্থিক কর্মজীবন সম্পর্কে সচেতন হতে কখনো কখনো একটি প্রজন্মের জীবনের মূল সময়টাই শেষ হয়ে যায়। মানুষ যখন বাস্তবতা বুঝে ফেলে, ততদিনে তার অনেক বয়স হয়ে যায়, তখন সবকিছু বুঝলেও আর কর্মের স্পৃহা থাকে না। এছাড়াও আমাদের তরুণ-তরুণীরা কর্মমুখী লেখাপড়ার ক্ষেত্রে অনেকক্ষেত্রেই পিছিয়ে আছে। লেখাপড়ার শুরুতে বা ছাত্রজীবন থেকে তারা কর্মজীবনমুখী লেখাপড়া করতে পারে না। তাই বর্তমান ও ভবিষ্যতের কর্মজগৎ সম্পর্কে ধারনা দিতে এবং সেই কর্মজগতে একজনের সম্ভাব্য পেশা নির্বাচনের ক্ষেত্রে আগাম ধারণা দেওয়া এবং সেই অনুসারে তরুণ-তরুণীদের নিজেকে তৈরি করতে সহযোগিতা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত