2189
Published on ফেব্রুয়ারি 14, 2021১৩ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখার দলীয় কার্যালয়ে কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। সভার শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যডভোকেট রেজাউল করিম রাজু জেলার বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান এবং প্রবীণ যে নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব করেন।পরে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
করোনা পরিস্থিতিতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশকে সঠিক নেতৃত্বে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ বাংলাদেশের মানুষের জন্য দ্রুততম সময়ে কভিড-১৯ ভ্যাকসিন প্রদানে অসামান্য অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিগত সভাগুলোতে যেসব প্রস্তাবনা করা হয় সেগুলো উপস্থাপন হলে সেগুলো আজকের সভায় গৃহীত হয়েছে।সেইসাথে ২১শে ফেব্রুয়ারী সহ মার্চ মাসের দলীয় কর্মসূচী গুলো কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা শাখার কর্মসূচী ঘোষণা করা হয়।
হারাগাছ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের বিপক্ষে অংশ নেওয়া এরশাদুল হক কে বহিষ্কারের প্রস্তাব দেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ পরে জেলা আওয়ামী লীগের সভায় বহিষ্কার করার প্রস্তাব গৃহীত হয়,এবং সুপারিশ সহ কেন্দ্রে প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সহ সম্পাদক মন্ডলীর সকল সদস্য এবং কার্যকরী কমিটির সদস্যগন সভায় উপস্থিত ছিলেন।