নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় আওয়ামী লীগ

1251

Published on জানুয়ারি 29, 2021
  • Details Image

আগামী ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভা নির্বাচন এর ২৮ জানুয়ারি ছিলো প্রচারণার শেষ দিন, এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত মেয়র প্রার্থী জনাব ওয়াহেদ কবির খান এর নির্বাচনী শেষ উঠান বৈঠক স্হানীয় বিজয় উল্লাস চত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।নলছিটি পৌর আওয়ামী লীগ এর সভাপতি ডাঃএসকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি এডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য জনাব তাজ উদ্দিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জসিম মাতবর, ঝালকাঠি জেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা কামাল শরীফ এবং নৌকা মার্কার মেয়র প্রার্থী জনাব ওয়াহেদ কবির খান। বক্তারা আগামী ৩০ জানুয়ারি সকল ভোটারদের উপস্থিত থেকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান, এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল নেতা কর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত