নওগাঁ পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় আওয়ামী লীগ

1585

Published on জানুয়ারি 26, 2021
  • Details Image

আগামী ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহার নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। তিনি নওগাঁ পৌরসভার কাঁচা বাজার, চালপট্টি, চুড়িপট্টি, মুক্তির মোড়, পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন ও বিভিন্ন পথসভায় নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিকুর রহমান মামুন (মানু), রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য মাসুদ আহম্মেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, নওগাঁ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উমর ফারুক সুমন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি সহ নওগাঁ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা গুলোতে ডাবলু সরকার বলেন, আজ থেকে পনের বছর আগে আমরা ভাবতে পারিনি মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট কেন্দ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন হবে, আমরা কল্পনা করতে পারিনি আমাদের নিজস্ব আর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব হবে, সম্ভব হবে মেট্রোরেল ও কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, সম্ভব হবে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এ সকল অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা।

তিনি আরো বলেন আজকের বছরের প্রথম দিনেই মাধ্যমিক পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্য পুস্তক তুলেদেয়া হয়, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে, একজন মানুষের জন্যে যিনি বাংলাদেশের জন্যে অপরিহার্য তিনি আর কেউ নন তিনিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যিনি জাতিকে উন্নয়ন ও সমৃদ্বির বাংলাদেশের স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।

নওগাঁ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন দীর্ঘ ১৭ বছর যাবত যারা আপনাদের ভোট নিয়ে পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত ছিলেন তারা নওগাঁর কোন উন্নয়ন করতে পারেন নাই, যেখানে বাংলাদেশের অন্যান্য পৌরসভাগুলো ব্যাপক উন্নতি সাধন হয়েছে সেখানে নওগাঁ পৌরসভা অনেক পিছিয়ে আছে। কারন এখানকার যিনি মেয়র আছেন তিনি সম্পূর্ণরুপে একজন ব্যার্থ মেয়র। তাই নওগাঁ পৌরসভার সার্বিক উন্নয়নের জন্যে আগামী ৩০ জানুয়ারি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের প্রাপ্য উন্নয়ন বুঝে নিন এবং একটি মডেল পৌরসভা হিসেবে নওগাঁ পৌরসভাকে গড়ে তুলুন।

বক্তব্যের একপর্যায়ে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মসূচী তুলে ধরে বলেন ২০০৮ সালে রাজশাহী বাসী জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পরে এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহীর ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। কিন্তু ২০১৩ সালে আমরা কি দেখলাম ? বি এন পি জামাত ও হেফাজতের অপপ্রচারে রাজশাহীবাসী সেদিন এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে ভোট না দিয়ে ভোট দিলো বি এন পি কে। এর ফলে রাজশাহীর উন্নয়ন থমকে দাড়ালো সকল উন্নয়ন কর্মসূচী স্থবির হয়ে পড়লো। ২০১৮ সালে আবারো রাজশাহী বাসী তাদের ভুল শুধরে নিয়ে এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে রাজশাহীর উন্নয়নের চাকা আবারো সচল হয়, দেশর সীমানা ছাড়িয়ে বর্হিরবিশ্বে রাজশাহী আজ পরিবেশ বান্ধব সবুজ নগরী তথা মডেল সিটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্ট হয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীর সার্বিক উন্নয়ন করার জন্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সুতরাং আপনারা যদি ৩০ জানুয়ারি নির্মল কৃষ্ণ সাহ কে নৌকা প্রতীকে বিজয়ী করতে পারেন তাহলে মরহুম আব্দুল জলিল এর স্মৃতি বিজড়িত নওগাঁ শহরকে ঢেলে সাজিয়ে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শহর উন্নয়ন এর জন্যে ব্যাপক অর্থ বরাদ্দ দিবেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত