স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চৌমুহনী ও চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় পথসভা

1192

Published on জানুয়ারি 25, 2021
  • Details Image

২৪ জানুয়ারি রোজ রবিবার আওয়ামী লীগ মনোনীত নোয়াখালী চৌমুহনী পৌরসভার মেয়র প্রার্থী'র নৌকা মার্কার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী গণ মিলনায়তনে নোয়াখালী চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। জননেত্রী শেখ হাসিনা যাকে যেখানে মনোনীত করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরাও সেখানে তাঁর পক্ষেই অবস্থান নিয়েছেন। দলের বিদ্রোহী প্রার্থী যেই হোক স্বেচ্ছাসেবক লীগের কোন নেতাকর্মী তাদের পক্ষে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে মর্মে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, এই নৌকা উন্নয়ন অগ্রগতির প্রতীক, অতএব আগামী ৩০ তারিখ নৌকা মার্কার প্রার্থী আক্তার হোসেন ফয়সল কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নেতাকর্মী সমর্থকদের সেলক্ষ্যে কাজ করতে আহবান জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের বৃহৎ মেগা প্রকল্প সমুহ বাস্তবায়নের পথে, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল। এই চৌমুহনী পৌরসভার উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী ৩০ তারিখ সারাদিন সকাল সকাল নিজেদের ভোট দিয়ে দিবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করবেন এবং আক্তার হোসেন ফয়সল কে জয়ের মালা পরিয়ে তবেই ঘরে ফিরবেন। শেখ হাসিনার মূলমন্ত্র, উন্নয়ন আর গণতন্ত্র। শেখ হাসিনার সরকার বার বার দরকার। আক্তার হোসেন ফয়সল জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। তাকে নির্বাচিত করলে চৌমুহনী পৌরসভা আরো উন্নত সমৃদ্ধ নগরীতে পরিণত হবে। উন্নয়ন অগ্রগতির স্বার্থে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন ফয়সল, সংগঠনের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপস্থিত ছিলেন উপদেষ্টা শহীদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর,জাতীয় পরিষদ সদস্য সিরাজুল ইসলাম রাজ, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তৈহিদুর রহমান সেলিম,মনির হোসেন, ডাঃ রাজীব সাহা, আদনান সুমন, সদস্য মির্জা মুরশেদুল আলম মিলন, হানিফ চৌধুরী, অ্যাডঃ একেএম শরীফ উদ্দিন, নির্মল ঘোষ, ইঞ্জিঃ জহিরুল ইসলাম ইসহাক,বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহবায়ক মঞ্জুর মোরশেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খালেদ মোশাররফ হোসেন রাজু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ কিরন ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ, চাটখিল পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক হাসনাত বেপারী, সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক দিলদার হোসেন নোবেল ও যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক নেতা শফিকুজ্জামান শিমু, কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার, লক্ষীপুরের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সভাপতিত্ব করেন চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবদুল হালিম মিন্টু, সঞ্চালনা করেন কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক অ্যাডঃ মোঃ মনির হোসেন।

চৌমুহনী চৌরাস্তায় নৌকা মার্কার সমর্থনে চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন ফয়সল, সংগঠনের সহ সভাপতি সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল এসময় উল্লেখিত কেন্দ্রীয় ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জি এম মীর হোসেন মীরু'র নৌকা মার্কার সমর্থনে চৌদ্দগ্রাম শহরে এক বিশাল জনসভায় প্রধান অতিথি'র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক, মুজিবুল হক মুজিব ভাই এই কুমিল্লা রত্ন, মেয়র পদপ্রার্থী জি এম মীর হোসেন মীরু একজন সৎ মানুষ এবং ভাগ্যবান, তিনি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মত তিনটি সংগঠনের দায়িত্ব পালন করেছেন এই চৌদ্দগ্রাম উপজেলায়। মুজিব ভাইয়ের জন্য এই জামাত অধ্যুষিত এলাকা নৌকার ঘাঁটিতে পরিনত হয়েছে। তিনি আরো ষড়যন্ত্রকারী চক্র কর্তৃক ১৯৭৫ সাল হইতে ১৯৯৬ সাল পর্যন্ত সীমাহীন দুঃশাসনের বর্ণনা দেন। জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন অগ্রগতি ও বৃহৎ মেগা প্রকল্পের বিবরণ তুলে ধরে বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হওয়ার পথে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনি ও ৭১'র মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে কলংকমুক্ত করেছেন। তিনি মহান সৃষ্টিকর্তার নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থণা করেন। সাম্প্রদায়িক অপশক্তির উদ্দেশ্যে বলেন কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সকল উপজেলায় দৃষ্টিনন্দন মসজিদ নির্মান হচ্ছে। মন্দির সহ সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন মীর হোসেন মীরু'র বিজয় সময়ের ব্যাপার মাত্র। আগামী ৩০ তারিখ নৌকা মার্কার বিজয়ের সংবাদ শোনার আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনা সেবার ব্রত নিয়ে কাজ করতে স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছেন। করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ, কর্মহীন ঘরবন্দী মানুষকে খাদ্য সহায়তা, অর্থ সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, টেলিহেলথ সার্ভিস, করোনা রোগীর লাশ গোসল জানাজা দাফন সৎকার, ধানকাটা,বৃক্ষ রোপন, বিতরণ, বন্যা, আম্পান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা, শীতবস্ত্র বিতরণ এসকল কাজের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মহান সংসদে স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেছেন। নেতাকর্মীরা এতে উৎসাহিত হয়েছেন এবং সেবা কার্যক্রম আরো দিগুণ গতিতে বেড়েছে। জননেত্রী শেখ হাসিনা ২৬ বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কোনদিন ভয় করেননি। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে প্রতিদিন ১৮ ঘন্টা পরিশ্রম করেন। বৃহৎ মেগা প্রকল্পে বিবরণ তুলে ধরে বলেন এসব আজ কোন স্বপ্ন নয় বাস্তব। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল করে দিয়েছেন, এখন ঘরে বসে মানুষ বিভিন্ন কাজ করছেন আয় উপার্জন করছেন। অনেক নারী উদ্যোক্তা ঘরে বানানো খাবার অনলাইনে বিক্রি করে আয় করছেন। নারী শিক্ষার প্রতি জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের ফলে সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। চৌদ্দগ্রামের এই জনপদ কুখ্যাত জামাত নেতা তাহেরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। জননেতা মুজিবুল হক মুজিব এই এলাকা নৌকার ঘাঁটিতে পরিনত করেছেন। মেয়র পদপ্রার্থী জি এম মীর হোসেন মীরু জননেত্রী শেখ হাসিনা ও মুজিবুল হক মুজিবের শ্রেষ্ঠ নির্বাচন। উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখ মীর হোসেন মীরু কে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
তিনি বলেন চৌদ্দগ্রামের মাটি

এসময় আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূইয়া হাসান, মেয়র পদপ্রার্থী জি এম মীর হোসেন মীরু, স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, উপস্থিত ছিলেন বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, বক্তব্য রাখেন উপ দপ্তর সম্পাদক অ্যাডঃ মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাডঃ জাহিদুল ইসলাম জাহিদ, উপস্থিত ছিলেন তৈহিদুর রহমান সেলিম, মোঃ মনির হোসেন, ডাঃ রাজীব সাহা,জাতীয় পরিষদ সদস্য মির্জা মুরশেদুল আলম মিলন, দেওয়ান মোহাম্মদ তৌহিদ হোসেন তকি,হানিফ চৌধুরী, অ্যাডঃ একেএম শরীফ উদ্দিন, নির্মল ঘোষ,ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিন রহমান, উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব আহসানুল আলম কিশোর, সদস্য এবং করোনা যোদ্ধা লিটন সরকার, কুমিল্লা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল,চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ সভাপতি জালাল মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল আলম সবুজ,সাধারণ সম্পাদক কাউছার হামিদ সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি এম জাহিদ হোসেন টিপু।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত