1080
Published on জানুয়ারি 25, 2021ময়মনসিংহের ত্রিশালে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের প্রচারণায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার নজরুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সভাপতি তার বক্তব্যে নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোমতাজ উদ্দীন মোন্তা, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মতিন সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ভিপি রাসেল, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, সম্মানিত সদস্য জননেতা ইকবাল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।