গৌরীপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় আওয়ামী লীগ

1204

Published on জানুয়ারি 25, 2021
  • Details Image

গৌরীপুর পৌরসভার ধানবাজারে ২৪ জানুয়ারী বিকাল ৫টায় নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান হবি‘র নির্বাচনী পথ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামীলীগের কর্মী হয়েও নৌকার বিপক্ষে কাজ করলে বহিস্কার করা হবে বলে হুশিয়ারী উচ্চারন ঘোষনা করেছেন।

তিনি বলেন, সুবিধাবাদী একটি গোষ্ঠি সময় সময় তাদের খোলস পাল্টিয়ে সুবিধা নিয়ে থাকে। দল তাদের কাছে কোন বিষয় নয়। তারা তাদের স্বার্থের জন্য দল পাল্টিয়ে নিজেদের সুবিধা জনক জায়গা করে নেয়। এদের থেকে সাবধান থাকতে হবে। তিনি আরো বলেন, গৌরীপুর পৌরসভা সভা বিভিন্ন সভা নির্বাচনে আওয়ামীলীগের কর্মী হয়েও বিদ্রেুাহী বা সতন্ত্র প্রার্থীদের হয়ে অনেকেই কাজ করছেন। আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এর নির্দেশ রয়েছে নৌকার বিপক্ষে কাজ করলে তাদেরকে বহিস্কার করা করা হবে।

যাদের বহিস্কার করা হবে তারা আর আওয়ামী লীগে স্থান পাবেনা। আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নেতা হয়েও বিদ্রেুাহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা না হলে তাদেরকে বহিস্কার করা হবে।

ইতোমধ্যে যারা নৌকার প্রতি সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন তাদেরকে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

গৌরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সদস্য রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহসভাপতি আলহাজ¦ মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক ড সামীউল আলম লিটন, নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান হবি সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ নেতৃবৃন্দ উপজেলা স্বেচ্ছাস্বেবকলীগের প্রয়াত নেতা শুভ্রর বাসায় গিয়ে প্রয়াতের পরিবারে প্রতি সমবেদনা জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত