স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার গণসংযোগ ও শীতবস্ত্র বিতরণ

1308

Published on জানুয়ারি 24, 2021
  • Details Image

২৩ জানুয়ারি ২০২১ তারিখ রোজ শনিবার বেলা ১১: ০০ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ড আলকরন এর প্রয়াত কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পরিবারের সাথে সাক্ষাৎ ও তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বেলা ১২:০০ টায় চট্টগ্রাম শহরের নিউমার্কেট চত্বরে নৌকা মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বেলা ০৩:০০ টায় শুলকবহর এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন নেতৃবৃন্দ। বিকাল ০৪:০০ টায় নগরীর আমিন জুট মিল শিল্পাঞ্চল এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। বক্তব্য শেষে নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থণা করেন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


সন্ধ্যা সাড়ে ৭ টায় মহানগরের ৯ নং ওয়ার্ডে নৌকা ও কাউন্সিলর পদপ্রার্থী পাহাড়তলী থানা আওয়ামী লীগ এর সভাপতি প্রবীন জননেতা আলহাজ্ব নুরুল আবছার মিয়ার রেডিও মার্কার সমর্থনে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। রাত সাড়ে ৯ টায় বহদ্দারহাট এলাকায় নৌকা মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সকল ভেদাভেদ ভূলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম কে আগামী ২৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন ভোট কেন্দ্রে সকাল সকাল নিজেদের ভোট দিয়ে দিবেন তারপর আত্মীয় স্বজনদের ভোটকেন্দ্রে এনে ভোট দিতে সহযোগিতা করার মধ্য দিয়ে নৌকা মার্কার বিজয় সু নিশ্চিত করে তবেই ঘরে ফিরবেন।তিনি বলেন নৌকা জাতির পিতার মার্কা,নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে উন্নত সমৃদ্ধ করছেন। আপনারা নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে উপহার দিবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশের সকল শ্রেনী পেশার মানুষের খোঁজ খবর নিয়েছেন। সকল প্রকার সহায়তা অব্যাহত রেখেছেন। করোনা মহামারীতে দেশের কোথাও কেউ না খেয়ে মারা যায়নি। আগামী ২৭ তারিখ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম কে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান এবং বিজয় নিশ্চিত করে তবেই ঘরে ফিরতে নেতাকর্মীদের আহবান জানান। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আলহাজ্ব রেজাউল করিমের নেতৃত্বে চট্টগ্রামকে উন্নত সমৃদ্ধ নগরীতে পরিণত করতে চান।আপনারা ২৭ তারিখ নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন। জননেতা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে এই চট্টগ্রাম যানজটমুক্ত উন্নত সমৃদ্ধ নগরীতে পরিণত হবে মর্মে আশা প্রকাশ করেন।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ডঃ জমির উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপ - দপ্তর সম্পাদক অ্যাডঃ মোঃ মনির হোসেন, উপস্থিত ছিলেন উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুন, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল, বোখারী আজম, আরো বক্তব্য রাখেন চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক অ্যাডঃ জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান,সালাউদ্দিন আহমেদ, এবং জাতীয় পরিষদ সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন, হানিফ চৌধুরী, অ্যাডঃ শরীফ উদ্দিন, নির্মল ঘোষ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু সহ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত