2303
Published on জানুয়ারি 24, 2021বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সম্পাদকমন্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর বেতপট্টিতে অবস্থিত জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।প্রায় দুই ঘন্টা ব্যাপি চলা এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড:রেজাউল করিম রাজু। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাজেদ আলী বাবুল, মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জসিম বিন জুম্মন, দপ্তর সম্পাদক আমিন সরকার, প্রচার সম্পাদক লতিফা শওকত, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন সহ জেলা আওয়ামী লীগের সকল সম্পাদকীয় নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের গঠিত নতুন কমিটিতে এটাই প্রথম সম্পাদকমণ্ডলীর সভা। এই সভায় দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও কর্মসূচি নির্ধারণ করা হয়।