চট্রগ্রাম মহানগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রচারণায় গনসংযোগ

980

Published on জানুয়ারি 23, 2021
  • Details Image

দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দিনব্যাপী চট্রগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা, সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে গনসংযোগ।

২২ জানুয়ারি ২০২১ তারিখ দুপুর ০২: ০০ টায় চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইলডাঙ্গা শ্রী শ্রী দূর্গা মন্দিরের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দেওয়ানহাট মোড় এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বেলা ০৩:৩০ টায় চান্দগাঁও এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম চৌধুরীর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপ পাট ও বস্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পুর উদ্যোগে যুদ্ধাপরাধী মীর কাসিম আলীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সূচক উত্তরীয় পরিয়ে দেন এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অার্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ নেতৃবৃন্দ। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর বাকলিয়া এলাকায় বিকাল ০৫ঃ০০ টা হইতে ০৬ঃ৩০ টা পর্যন্ত ব্যাপক জনসংযোগ করেন নেতৃবৃন্দ। সন্ধ্যা সাড়ে ০৭:০০ টায় লালখান বাজার এলাকায় নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে সচল রাখতে আগামী ২৭ তারিখ নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশের সকল শ্রেনী পেশার মানুষের খোঁজ খবর নিয়েছেন। সকল প্রকার সহায়তা অব্যাহত রেখেছেন। করোনা মহামারীতে দেশের কোথাও কেউ না খেয়ে মারা যায়নি। আগামী ২৭ তারিখ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম কে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান এবং বিজয় নিশ্চিত করে তবেই ঘরে ফিরতে নেতাকর্মীদের আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ডঃ জমির উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপ - দপ্তর সম্পাদক অ্যাডঃ মোঃ মনির হোসেন, উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুন, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল, বোখারী আজম, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক অ্যাডঃ জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান,সালাউদ্দিন আহমেদ, জাতীয় পরিষদ সদস্য মির্জা মুর্শেদুল আলম মিলন, হানিফ চৌধুরী, নির্মল ঘোষ, চট্রগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব,মহানগর সদস্য নুরুল করিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত