চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে যুবলীগের মতবিনিময় সভা

1103

Published on জানুয়ারি 19, 2021
  • Details Image

আগামী ২৯ মার্চ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে যুবলীগের করণীয় নির্ধারণ শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার চট্টগ্রাম মুনভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: বদিউল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মনজুরুল করিম শাহীন,
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো: শহিদুল হক রাসেল'সহ যুবলীগ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় এস এম কামাল হোসেন বলেন,করোনার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় আম্পান সফলভাবে মোকাবেলা করেছেন। ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার আগে বলা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। সে রাতে আমরা ঘুমিয়ে পড়লেও শেখ হাসিনা ঘুমাননি। তিনি উপকূলের ২৪ লক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করে তাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়েছিলেন। দেশকে নিরাপদ রাখতে সারারাত তাহাজ্জতের নামাজ ও কুরআন তেলাওয়াত করে তিনি মহান আল্লাহর কাছে দেশের মানুষের জন্য দোয়া চেয়েছিলেন।

এমন মমতাময়ী মানুষ,দায়িত্ববান রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের বিজয় উপহার দিতে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এস এম কামাল হোসেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত