রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

1442

Published on জানুয়ারি 26, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহযোগিতায় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে শাহ মখদুম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সঞ্চালনা করেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি। উল্লেখ্য, অনুষ্ঠানে ৪৫০জন শীতার্তের প্রত্যেককে এটি করে কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে। করোনাকালে দফায় দফায় খাদ্য, অর্থ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতেও এভাবে আমরা মানুষের পাশে থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে ডাবলু সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে সর্বদা অসহায় মানুষের পাশে দাড়ানোর নির্দেশনা দিয়েছেন। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যেভাবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি ঠিক একইভাবে শীতার্ত অসহায় মানুষের পাশে আছি। ভবিষ্যতে যেকোন সংকটকালে আমরা আপনাদের পাশে থাকব।

রাজশাহী মহানগরীর ১৮ ও ২১নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে পৃথক দুইটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার বিকেলে ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী গোল্ডেন টাচ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। ১৮নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বাদশা শেখ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর যুবলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান মিলন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আকতার শিখা। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৮নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

এদিকে বিকেলে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শিরোইল কাঁচাবাজার পূর্বালী মার্কেটে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজা ও আলাল পারভেজ লুলু, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালি খান প্রমুখ উপস্থিত ছিলেন।

২৬ জানুয়ারি ২০২১, রাজশাহী সিটি কর্পোরেশনের ১ ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর ঢালুর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শীতের শুরু থেকে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। যেমনিভাবে করোনাকালে সরকারের ভান্ডার থেকে লক্ষ লক্ষ টন চাল, ডাল, আট সহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। আমরা রাজশাহীতে দফায় দফায় করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছি। যেকোন দুর্যোগে মানুষের পাশে থাকে আওয়ামী লীগ সরকার।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি,মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত