বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

1620

Published on জানুয়ারি 16, 2021
  • Details Image

বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ চলমান রয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রায় ৫শতাধিক কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,সাধারণ সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ^নাথ সরকার বিটু, কেন্দ্রিয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, জেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান বীরবল, সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ শেষে কুড়িগ্রাম সার্কিট হাউজের মিলনায়তনে জেলা কৃষক লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় কেন্দ্রিয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এদিকে কাহারোল উপজেলা,দিনাজপুর, কৃষক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া সারাদেশে কৃষকদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত