মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

1106

Published on জানুয়ারি 16, 2021
  • Details Image

মাদারীপুর জেলার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মাদারীপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি'র বক্তব্যে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার, বিশ্ব মানবতার জননী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কর্মগুনে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। ১৯৯৪ সালের ২৭ জুলাই জননেত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক বাহিনীকে স্বেচ্ছাসেবক লীগ নামে রুপান্তর করেন এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সু সংগঠিত করার দায়িত্ব প্রদান করেন এই জনপদের কৃতি সন্তান আমাদের পরম শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম কে। তিনি দুঃসময় দূর্দিনে জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় এক ঝাঁক সাবেক ছাত্রলীগ নেতাকর্মীকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ কে একটি সু শৃঙ্খল সেবাধর্মী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। তিনি জেল ঝুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন প্রতিনিয়ত। গ্রেনেডের স্প্রিন্টারে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। বিএনপি জামাতের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিটি আন্দোলন সংগ্রাম সফল করেছেন। জীবনের ঝুঁকি নিয়েছেন তবু্ও ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক অপশক্তির কাছে মাথানত করেননি।জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনে তিনি ছিলেন অবিচল। সাম্প্রদায়িক অপশক্তি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে সবসময় সজাগ থাকার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আমাদের পরম শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয়ী জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমের সার্বিক দিকনির্দেশনায় বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা, টেলিহেলথ সার্ভিস, বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবা, রোগী ও লাশ বহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, করোনা রোগীর লাশ গোসল জানাজা দাফন ও সৎকার করা, দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া,বৃক্ষরোপন,বিতরণ, ঈদ উপহার,দূর্গাপূজা, শীতবস্ত্র, বন্যা, ঘূর্ণিঝড় আম্পান, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে ছিলো স্বেচ্ছাসেবক লীগ। জননেত্রী শেখ হাসিনা মহান সংসদে স্বেচ্ছাসেবক লীগের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেছেন নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আমরা আমাদের মমতময়ী নেত্রী, বাংলা ও বাঙালির গর্বের ধন, বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিএনপি জামাতের ইন্ধনে ধর্ম ব্যবসায়ী ষড়যন্ত্রকারী চক্র ভ্রান্ত ধারণা দিয়ে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা জাতির পিতার ভাস্কর্য, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সংবিধানের মূলমন্ত্র জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা,গনতন্ত্র ও সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যে কটুক্তি করার আস্ফালন ও ধৃষ্টতা দেখিয়েছে! সেই পুরনো শকুন লাল সবুজের পতাকা খামচে ধরেছে! তাদের বিষদাঁত উপড়ে ফেলা হবে মর্মে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে স্বেচ্ছাসেবক লীগ কখনো আপোষ করবে না। ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক অপশক্তির সকল প্রকার অপতৎপরতা রুখে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সংগঠন কে আরো গতিশীল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

এসময় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে,মাদরীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ হাওলাদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, শাহজালাল মুকুল, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, সদস্য আফজাল হোসেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপ গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম সোহাগ, উপ আইন সম্পাদক অ্যাডঃ জিশান মাহমুদ সহ মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজ হোসেন খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার

Live TV

আপনার জন্য প্রস্তাবিত