1401
Published on জানুয়ারি 16, 2021যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, অসহায় মানুষের পুনর্বাসন এবং জীবন-সম্পদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সব ব্যবস্থা বাস্তবায়ন করেছে। সরকারের নেওয়া দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কয়েক বছরে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। জনগণের জীবন ও জীবিকার সাফল্য অর্জনে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল।
ভোলার চরফ্যাসন উপজেলার চারটি ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি জ্যাকব আরও বলেন, শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় তার বিকল্প নেই। দেশের যে কোনো পরিস্থিতিতে জনগণের খাদ্য নিরাপত্তা, জীবন-জীবিকা নিশ্চিত করতে সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার দরিদ্রবান্ধব সরকার।
তার যোগ্য নেতৃত্বে অনুন্নত গ্রামগুলো এখন মডেল শহরে রূপান্তরিত হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, এইচ এম মোরশেদ, এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন, আমিনাবাদ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সংসদ সদস্য বলেছেন, আওয়ামী লীগ সরকার জঙ্গি, মাদকসহ সব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাই মৌলবাদীর বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধে নতুন প্রজন্ম প্রস্তুত রয়েছে।
শনিবার চরফ্যাশনে নুরাবাদ, আহাম্মদপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বৈশ্বিক মহামারি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করেছে। যার ফলে বিদেশ থেকেও বাংলাদেশের কম মানুষ প্রাণ হারিয়েছে করোনায়। পৌরসভাসহ মোট ২২টি ইউনিয়নে ইউনিয়নভিত্তিক দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তালিকা করে দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছেন।