রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রচরণায় আওয়ামী লীগ

1600

Published on জানুয়ারি 13, 2021
  • Details Image

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার হেলিপ্যাড মাঠে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দীন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১৬ জানুয়ারির ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়নে নৌকায় ভোট দিন। ভবানীগঞ্জ পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করুন। উন্নয়নের ধারা যেন ব্যাহত না হয়। নৌকা মানে তৃণমূলের উন্নয়ন। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে রায় দিন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যে ভাবে দেশের উন্নয়ন ঘটছে তা অন্য সরকারের সময়ে হয়নি। বর্তমান সরকারের সময়ে সমান তালে গতিতে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। আওয়ামী লীগের উন্নয়ন দেশবাসীর সমগ্র দেশবাসীর উন্নয়ন। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের সংগঠন। তাই ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মালেক মন্ডল মেয়রকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

৬ নং ওয়ার্ড নির্বাচনের আহ্বায়ক উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান, রিয়াজ উদ্দীন, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, আব্দুল হামিদ ফৌজদার, সরদার জান মোহাম্মদ, এস. এম. এনামুল হক, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম বাদশা, মোজাম্মেল হক, সাফিনুর নাহার, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, আ’লীগ নেতা ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত