2013
Published on জানুয়ারি 11, 2021আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস।
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিংড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে৷ প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পৌরসভার ১০ নং ওয়ার্ডের মহেশচন্দ্রপুর মহল্লায় প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন বর্তমান মেয়র এবং টানা দ্বিতীয় বারের মত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জান্নাতুল ফেরদৌস।
এসময় ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন জান্নাতুল ফেরদৌস। ভোট প্রার্থনার সময় জনবান্ধব মেয়র ফেরদৌসকে হাসিমুখে বরণ করে নিয়েছেন ভোটাররা৷ এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা নৌকার পক্ষে গণসংযোগ করে।