বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

926

Published on জানুয়ারি 11, 2021
  • Details Image

পাবনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র পক্ষ থেকে দলের নেতাকর্মীরা। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন পাবনা-সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ।

পরে দলের নেতাকর্মী’রা জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি,সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সিমা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা শিরিন,সাধারন সম্পাদক শামিমা শিখা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী আতিকুর রহমান তুষার সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত