962
Published on জানুয়ারি 11, 2021জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়াম লীগের সহসভাপতি রুস্তম আলী, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাহউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ ।