জামালপুরে সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর উদ্দোগে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

1501

Published on জানুয়ারি 9, 2021
  • Details Image

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলো পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতে কাঁপতে হবে না। সমাজের অবহেলিত এবং বঞ্চিত মানুষগুলোর সাহায্যর্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আমরা বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সকলে ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ, আম্পান, বন্যা হয়েছে। এবার দীর্ঘমেয়াদী খুব শীতও পড়ছে। তাই আমি মনে করি সরকারের পাশাপাশি আমাদের সামর্থ্যবান মানুষ যারা আছেন, যারা জনপ্রতিনিধি তাদের উচিত তাদের যা আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’

শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কালে এসব কথা বলেন তিনি। এসময় শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ।

এদিকে শনিবার দুপুরে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। এসময় জগন্নাথগঞ্জ ঘাটের এডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে ষ্টেশন চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আওনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা ও শ্রমিকলীগ নেতা আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক প্রমুখ।

এসময় প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা তুলে দাড়াতে পেরেছে৷ প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত