দিনাজপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারনায় যুবলীগ

1426

Published on জানুয়ারি 8, 2021
  • Details Image

আগামী ১৬ জানুয়ারী দিনাজপুর সদর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী রাশেদ পারভেজ এর নৌকা’র পক্ষে নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ।

এসময় সাধারণ সম্পাদক বলেন সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর কোনো ভেদাভেদ নয় এখন শুধুমাত্র প্রয়োজন ঐক্য। সবকিছু জলাঞ্জলি দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

আসন্ন দিনাজপুর পৌরসভা উপলক্ষে তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রদান করেছেন তাকে জয়ী করার জন্য আওয়ামীলীগের মূল দল সহ সকল অঙ্গসংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে। দিনাজপুর পৌরসভার উন্নয়নে যত অর্থ প্রয়োজন সেই অর্থ বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যুবলীগের পক্ষ থেকে সুপারিশ করবেন। স্বাধীনতার পরাজিত শক্তি যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যে সকলকে কাজ করে যেতে হবে। সেই সাথে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আলোচনা সভা শেষে তিনি একটি প্রতিনিধি সভায় অংশ নেন। উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসুল্লীদের সাথে মত বিনিময় করেন এবং সারাদিন গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ নবী নেওয়াজ ও মোয়াজ্জেম হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা.হেলাল উদ্দিন ও মোঃ সোহেল পারভেজ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল , তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শামছুল আলম অনিক, উপ আন্তর্জাতিক সম্পাদক মোঃ সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-স্বাস্হ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ মাহফুজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও মোঃ আলমগীর হোসেন শাহ জয়, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, ড. মোঃ রায়হান সরকার রিজভী, কেন্দ্রীয় সদস্য মো: মোজাম্মেল হোসেন, মোঃ শাহ জালাল সূর্য, ব্যারিঃ মোঃ কৌশিক নাহিয়ান নাবিদ, মোঃ কাইফ ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সহ সভাপতি জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহম্মেদ, গ্রন্থ প্রকাশনা সম্পাদক কাইসুর রহমান সিদ্দিকী সোহাগ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত