নরসিংদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1378

Published on জানুয়ারি 4, 2021
  • Details Image

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে ১২ টায় নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান মিন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছেদ ভূইয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভূইয়া টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি রঞ্জন কুমার সাহা, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি শেখ রাজীব সরকার, সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ, সিনিয়ার সহ-সভাপতি শেখ ওমর ফারুক রাজীব, সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ সকল ইউনিটের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন ভূঞা বলেন, নরসিংদী জেলা ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সন্ত্রাসী, চাঁদাবাজ যেনো ছাত্রলীগে থাকতে না পারে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত