রোগীদের জন্য বান্দরবানে ছাত্রলীগের অ্যাম্বুলেন্স সেবা

2195

Published on জানুয়ারি 1, 2021
  • Details Image

বান্দরবানের রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

শুক্রবার সকালে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে এই অ্যাম্বুলেন্স এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স এর উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ ছাত্রলীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বান্দরবান জেলা ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে এই অ্যাম্বুলেন্স ক্রয় করা হয় এবং আগামীতে এই অ্যাম্বুলেন্স এর মাধ্যমে বান্দরবান থেকে কম খরচে দেশের যে কোন প্রান্তে উন্নত চিকিৎসা করতে রোগীরা এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে বলে জানায় জেলা ছাত্রলীগ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত