1769
Published on ডিসেম্বর 30, 2020একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তির দিন বুধবার (৩০ ডিসেম্বর)। এই উপলক্ষ্যে দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর গণতন্ত্রের নিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। 'বিএনপির যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেওয়া হবে' কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ৩০ ডিসেম্বর গণতন্ত্রের নিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
অন্যদিকে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের দ্বিবর্ষপূর্তি এবং বিএনপি-জামাতের সন্ত্রাস-সহিংসতা-অপরাজনীতিকে পরাজিত করে জনগণের ম্যান্ডেটের সুরক্ষা স্মরণে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ উদযাপন করে দিবসটি। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিভিন্ন সভায় নেতাকর্মীদের অভিমত, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষিত করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। দেশ বিরোধী চক্রান্তকারীদের রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
গাজীপুরঃ ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর, কালিয়াকৈর,কালীগঞ্জ, গাজীপুর সদর, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ র্যালি ও সমাবেশ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নীলফামারী: নীলফামারীতে ৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করেছে আওয়ামীলীগ। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বনার্ঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ করা হয় এ উপলক্ষে।
খাগড়াছড়িঃ গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ করা হয়।
রংপুরঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়াঃ গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষ্যে বগুড়া জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ করা হয়।
মানিকগঞ্জঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের ২য় বর্ষপূর্তির দিনে ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার দেশব্যাপী ‘‘গণতন্ত্রের বিজয় দিবস” উদযাপন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ এর সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ করা হয়।
ভোলাঃ সরকারের দুই বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ভোলায় বিজয় র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টায় শহরের বাংলাস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরাঃ মাগুরায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরে র্যালি ও আনন্দ শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনাঃ ‘গণতন্ত্রের বিজয় দিবসের অঙ্গিকার রুখবো এবার স্বাধীনতা বিরোধী, অগ্নি-সন্ত্রাস-জঙ্গিবাদ’ স্লোগানে নেত্রকোনায় বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ছোটবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এই মিছিলের আয়োজন করে।
সিলেটঃ গণতন্ত্রের বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সভাটি অনুষ্টিত হয়।
যশোরঃ ৩০শে ডিসেম্বর গনতন্ত্র বিজয় দিবস উপলক্ষ্যে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যশোর দড়াটানা ভৈরব চত্তরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরাঃ একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বর্ষ পূর্তিতে গনতন্ত্রের বিজয় উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিজয় সমাবেশ ও আনন্দ মিছিল করা হয়।
এছাড়াও সারাদেশে বিভিন্ন জেলা উপজেলায় নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।