৪৯ বছর পর বিদ্যুৎ পেলো কমলগঞ্জের ৭৫ পরিবার

947

Published on ডিসেম্বর 28, 2020
  • Details Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মুজি বর্ষ উপলক্ষ্যে স্বাধীনতার ৪৯ বছর ধরে বিদ্যু বঞ্চিত ৭৫টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। আজ শনিবার সন্ধ্যায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলার হাজারী বাগ এলাকায় বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সফল চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএম জনাব মো. খালেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি তদন্ত জনাব সোহেল রানা।

এতে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলী, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর চৌধুরী প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত