শীতবস্ত্র নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

731

Published on ডিসেম্বর 28, 2020
  • Details Image

গত ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় তাঁরা সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ২০০ পরিবারকে শীতবস্ত্র (কম্বল)প্রদান করেন। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন দেশের যেকোন দূর্যোগে অসহায় মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক লীগ।

জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ও বন্যা পরিস্থিতিতে সারাদেশে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। শীতের শুরুতে স্বেচ্ছাসেবক লীগ শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদানের কর্মসূচী হাতে নিয়েছে।

শীঘ্রই সারাদেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিক ভাবে শুরু করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সবসময় অসহায় বিপন্ন মানুষের পাশে ছিল আছে এবং থাকবে।

প্রতিবছরের ন্যায় এবারও শীতের শুরুতে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। দেশব্যাপী এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

এসময় ঢাকা জেলা, দোহার উপজেলা,ও নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত