শ্রীপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের কর্মীসভা

1953

Published on ডিসেম্বর 27, 2020
  • Details Image
  • Details Image

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনার হাতে ধরে উন্নয়নের মহাসড়কে আমরা হেঁটে চলেছি। দেশকে তিনি বুকে আগলে রেখেছেন।

শনিবার বিকেলে গাজীপুর সদরের পুষ্পদাম রিসোর্টে আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী সরকারের উন্নয়নের কথা বলার জন্য মানুষের বাড়ি বাড়ি যাবেন।

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ও টানা তিন বারের মেয়র মো. আনিছুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ, শাফি উদ্দিন মোড়ল, মো. আমির হামজা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত