1021
Published on ডিসেম্বর 24, 2020বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম আ খ ম জাহাঙ্গীর হোসাইন-এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, গণমানুষের নেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইন-এর ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন পরীক্ষিত ও দক্ষ সংগঠককে হারালো। বাংলাদেশ হারালো একজন ত্যাগী রাজনীতিবিদকে।
উল্লেখ্য, আ খ ম জাহাঙ্গীর হোসাইন আজ বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ এবং তিনি স্ত্রী, সন্তান, পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আগামীকাল সকাল ১০টায় রাজধানীর মাজার রোডস্থ বাসভবনে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পটুয়াখালী জেলার নিজ গ্রামে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৪ ডিসেম্বর ২০২০