869
Published on ডিসেম্বর 24, 2020মাগুরা পৌর আওয়ামী লীগের আজ বর্ধিত কর্মী সভা করেছে। শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৬ হাজারের বেশি নেতা-কর্মীর উপস্থিতিতে সকাল ১০টায় বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, একেএম কামরুজ্জামান চাঁদ, মকবুল হাসান মাকুল প্রমুখ ।