হোমনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

977

Published on ডিসেম্বর 24, 2020
  • Details Image

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার হোমনা হাই স্কুল মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে নবদিগন্তে। বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা বিশ্বে এখন কারো নেই।

বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে যুব সমাজ ও ছাত্র সমাজকে বাচিয়ে রাখতে হবে। কিন্তুু দুঃখের সাথে বলতে হয় আজকের যুব-সমাজরা বিপথগামী হয়ে যাচ্ছে। মরনব্যাধী ইয়াবার নেশায় আসক্তির কারণে তারা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রী চাচ্ছেন যুবকদের সামনে নিয়ে আসার। যুবকরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। কিন্তু যুবকরা মরণব্যধী নেশায় আসক্ত, তাহলে কে নেবে ভবিষ্যত বাংলাদেশের দায়িত্ব। তাই যুবলীগের পতাকাতলে কোন মাদকসেবীর ঠাই হবে না।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার হোমনা হাই স্কুল মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নিখিল আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বদা এদেশের অসহায়-মেহনতিদের সন্তানদের সু-শিক্ষা শিক্ষিত করতে চিন্তা করেন। তিনি যুবকদের প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি আরো বলেন, সম্মেলনে যারা নতুন নেতৃত্বে আসবে তারা বাংলার দুখী মানুষের নেত্রী, মানবতার নেত্রী শেখ হাসিনার আদর্শ “সততাই শক্তি, মানবতাই মুক্তি” লালন করতে হবে।

হোমনা-তিতাসের ঘরে ঘরে যুবলীগের কর্মী তৈরী করতে হবে, স্বাধীনতার পক্ষের কর্মী তৈরী করতে হবে। যারা মানুষের কল্যানে কাজ করবে। বিপথগামী যুব-সমাজদের রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে। হোমনা-তিতাস আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরীর প্রশংসা করে বলেন, হোমনা- তিতাসের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেলিমা আহমাদ মেরীর নেতৃতত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান করছি।

কারণ ঐক্যের কোন বিকল্প নেই। হোমনা উপজেলা যুবলীগের আহবায়ক খন্দকার নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, এম শাহাদাৎ হোসেন তাসলিম, যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ ,এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল ,তথ্য ও যোগাযোগ আইটি সম্পাদক শামছুল আলম অনিক ,মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুক্তা আক্তার,উপ দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা ,উপ তথ্য ও যোগাযোগ আইটি সম্পাদক এন আই সৈকত আহমেদ ,উপ ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান,আলামিনুল হক আলামিন, এতেসামুল হাসান ভূঁইয়া রুমি, ডাক্তার মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া রাফি ,কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার চৌধুরী কামাল ,কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ মোহাম্মদ হিরো,কার্যনির্বাহী সদস্য এবিএম আরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আলাওল ইসলাম সৈকত,ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা ।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি মো: জাফর ইকবাল , জলিলুর রহমান , সাব্বির আলম লিটু সাংগঠনিক সম্পাদক খায়রুলউদ্দিন আহম্মেদ , শিবলী সাদিক , কার্যকরী সদস্য শেখ শামসু , আব্দুল বাতেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার প্রমূখ।

কুমিল্লা উত্তর জেলা অর্ন্তগত হোমনা উপজেলা যুবলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ইং সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খন্দকার নজরুল ইসলাম ,সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: কাওসার ব্যাপারী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত