795
Published on ডিসেম্বর 24, 2020রাজধানীর মালিবাগে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গভীর রাতে রেল গেইটে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ্ বলেন, সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশ ও মানুষের যেকোনও প্রয়োজনে মাঠে থেকে সেবা প্রদান করেন। করোনা এবং বন্যার সময়ও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এই শীতে অসহায়, দুস্থ শীতার্ত পথবাসী মানুষেরদের পাশেও দাঁড়াচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এ সয়ম মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।