900
Published on ডিসেম্বর 23, 2020সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, পৌর নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। দলের মধ্যে কোন উপকোন্দল সৃষ্টি করে দলীয় প্রার্থীকে ডুবানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও যথাযত ব্যবস্থা নেয়া হবে। দলের অনুপ্রবেশকারী ও গুপ্তচর এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতি রয়েছে। ইতিমধ্যে যারা জনপ্রতিনিধি হয়ে দুর্নীতি করেছেন তাদেরকে দলীয় ও প্রশাসনিকভাবে বয়কট করা হচ্ছে। তিনি মঙ্গলবার নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরীর সমর্থনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসন্ন সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে নৌকায় প্রার্থী বিশ্বজিৎ রায়ের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তিনি শুক্রবার দিন ভর ও রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় জানান, নির্বাচিত হলে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর পাশপাশি, মাটির সড়ক পাকাকরণ, সুষম উন্নয়ন, পৌর শহরে কবরস্থান এবং শশ্মাশঘাট নির্মাণ করবেন তিনি।