948
Published on ডিসেম্বর 20, 2020শাহজাদপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে মনির আক্তার খান তরু লোদীর পক্ষে নৌকার প্রচারনা অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান। এসময় তিনি নৌকার জন্য ভোট চান। তিনি বলেন, শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। এসময় অন্যন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে গত সোমবার রাতে শাহজদাপুর পৌর এলাকার মণিরামপুর কালি মন্দির চত্বরে উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান ও কালি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, নৌকা মার্কার প্রার্থী মনির আক্তার খান তরু লোদী। এ সময় তিনি বলেন, বিগত ২৫ বছরে শাহজাদপুর পৌরসভার যে উন্নয়ন হয়নি, পৌরবাসী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে ৫ বছরে সে উন্নয়ন করে দেখাবো।
তিনি আরও বলেন, পৌর কর পৌরবাসীর সহনশীলতার মধ্যেও রাখবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারেরই একজন সদস্য। সেজন্য এ উন্নয়ন করতে আমার কোন বেগ পেতে হবে না। আমি নির্বাচিত হলে আমার নিকট আত্মীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পৌরসভার উন্নয়নের জন্য বেশি বেশি বরাদ্দ আনতে পারবো।