মণিরামপুরে ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’

1255

Published on ডিসেম্বর 20, 2020

যশোরের মণিরামপুরে ভূমিহীন দুস্থদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০০ ঘর নির্মিত হচ্ছে। এক কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে উপজেলার হাজরাইলে মুক্তেশ্বরী নদীর পাড়ে ও মাছনা বেগমপুরে ৫০টি করে ঘর নির্মানের কাজ চলছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে থাকছে দুইটি কক্ষ, একটি বারান্দাসহ সংযুক্ত টয়লেট ও রান্নাঘর।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মাছনা এলাকায় ১২টি ঘর গাঁথার কাজ শেষ হয়েছে। আর হাজরাইলে ২৪টি ঘরের গাঁথনির কাজ শেষের দিকে। বাকিগুলোর কাজ শুরু হচ্ছে।

মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্প’র আওতায় এক লাখ ৭১ হাজার টাকা মূল্যের ২৬২টি ঘর নির্মিত হবে মণিরামপুরে। প্রাথমিকভাবে হাজরাইল ও মাছনায় খাস জমিতে ৫০টি করে ১০০ ঘরের কাজ চলমান আছে। আগামী ১৫ জানুয়ারি ঘরগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উপযুক্ত খাসজমি পাওয়া গেলে বাকি ঘরগুলোর কাজ শুরু হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত