1962
Published on ডিসেম্বর 17, 2020গাজীপুরের শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। দুপুরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, পৌর আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
শ্রীপুরে বুধবার দিবসের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্মৃতিসৌধ-শ্রীপুর-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, উপজেলা ও পৌর বিএনপি, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির পক্ষে সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান, শ্রীপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীপুর বাজার ব্যবসায়ী বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।