মহান বিজয় দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

1529

Published on ডিসেম্বর 16, 2020
  • Details Image

মহান বিজয় দিবসে শহীদ বেদিতে সিলেট মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেছে। 

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে এ বছর বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

মহান বিজয় দিবস ও বিজয়ের ৪৯ বছরে বীর শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় নগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

Live TV

আপনার জন্য প্রস্তাবিত