মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

1188

Published on ডিসেম্বর 16, 2020
  • Details Image
  • Details Image

আজ বুধবার মহান বিজয় দিবস বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১০.৩০টায় দলীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। বিজয় শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন সার্ভে ইনস্টিটিউট চত্বরে স্থাপিত রাজশাহীর কেন্দ্রীয় প্রতিকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত