শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

810

Published on ডিসেম্বর 14, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

আওয়ামী লীগের দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসে নগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মো. আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী বখতিয়ার উদ্দিন খান, সদস্য বেলাল আহমদ, সাইফুদ্দিন খালেদ বাহার ও মোঃ জাভেদ সহ নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে উপস্থিত নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত