1970
Published on ডিসেম্বর 13, 2020বীর মুক্তিযোদ্ধা শহীদ জলিল শাহ'র বিধবা স্ত্রীর ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার নগরীর তালাইমারী বাদুড়তলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ জলিল শাহ্’র বিধবা স্ত্রী আনোয়ারা বেগমের মানবেতর জীবন-যাপন নজরে আসলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধারা খোঁজ-খবর নিতে তার বাসায় ছুটে যান।
বীর মুক্তিযোদ্ধারা তাৎক্ষণিকভাবে বৃদ্ধাকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশাপাশি বৃদ্ধা মহিলার সাংসারিক যাবতীয় খরচের দায়িত্ব নেওয়ার আশ্বাস প্রদান করেন ও মাসিক পাঁচ হাজার টাকা হাত খরচ দিবেন বলে আশ্বস্ত করেন।
শহীদ বীর মুক্তিযোদ্ধা জলিল শাহ্’র নিজের দু-তলা বাড়ি তার স্ত্রীর কুঁড়ে ঘরের পাশেই আছে। কিন্তু অজানা কারণে এই বীর শহীদের স্ত্রীর ঠিকানা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। নিজ বাড়ি থেকে অনেক আগেই বিতাড়িত হয়ে পদ্মা নদীর বাধের ধারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ছোট একটি কুঁড়ে ঘরে বাস করছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর এই বীর মুক্তিযোদ্ধা শহীদের স্ত্রীর হাতে তখন দুই হাজার টাকা দিয়ে বলেছিলেন “আপনাদের ঋণ আমি কখনও শোধ করতে পারব না।” অথচ এই বীর শহীদের স্ত্রী অনেক কষ্টের ও মানবেতর জীবন পার করছে। তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোতাহার। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য মোঃ আলেমুল হাসান সজল, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান প্রমুখ।