বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি

916

Published on ডিসেম্বর 13, 2020
  • Details Image

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংকট বাংলাদেশেও প্রভাব বিস্তার করেছে। এপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি তাঁর মেধা, দক্ষতা, প্রজ্ঞায় করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করছেন। করোনার ভ্যাকসিন বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে আসার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসার পুর্ব পযন্ত সকলকে মাস্ক ব্যবহার করার জন্য প্রতিনিয়ত সচেতন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই প্রেক্ষিতে আজ করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা কাযক্রমের অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে উন্নতমানের এন ৯৫ মাস্ক, কেএন ৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক, বিশেষ ধরনের এন্টিসেপটিক সাবান ও উন্নতমানের পিপিই বিতরণ করা হয়। প্রতিষ্ঠান ও সংগঠন সমুহ হচ্ছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ইসলামিক ফাউণ্ডেশন, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, আঞ্জুমানে মফিদুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশন, হিন্দু কল্যাণ ট্রাস্ট, ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তেজগাঁও ক্যাথলিক চার্চ, দাফন কাফন জাতীয় কমিটি, জাতীয় মহাশ্মশান কমিটি, জাতীয় বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডা বৌদ্ধ বিহার, মিরপুর শাহ আলী মাজার।এপ্রেক্ষিতে বাংলাদেশ অাওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশ অাওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি'র নির্দেশনায় ও বাংলাদেশ অাওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্বাবধানে করোনা অাজ ১১ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ অাওয়ামী লীগের সম্মানিত সভাপতির কার্যালয় থেকে বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপরোক্ত প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধির মাধ্যমে উন্নতমানের পিপিই, বিশেষ ক্যামিক্যালযুক্ত এন্টিসেপটিক সাবান, উন্নতমানের এন ৯৫ মাস্ক, উন্নতমানের কেএন ৯৫ মাস্ক, উন্নতমানের কাপড়ের মাস্ক, উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, বিতরণের শুভ সুচনা করেন। ইসলামিক ফাউণ্ডেশন ও হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রতিটি বিভাগে এই করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশে মাস্ক ব্যবহারের সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এই মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জনাব শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য জনাব মাহমুদুস সামাদ, উপ-কমিটির সদস্য জনাব আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান, ড. মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, জনাব হারুন অর রশীদ, পংকজ সাহা, আমিনুল ইসলাম খান আবু, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ডা. শেখ ফয়েজ আহমেদ, জনাব মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জনাব মিজানুর রহমান বিদ্যুত, অ্যাড শম্ভুনাথ রায়, জনাব মোজাম্মেল হক, জনাব মজিবুর রহমান, জনাব আমিনুর রশীদ দুলাল, জনাব আব্দুল বারেক, জনাব জয়ন্ত গোপ, জনাব আমিনুর রহমান লিটন, জান মোহাম্মদ রাসেল প্রমুখ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত