895
Published on ডিসেম্বর 10, 2020নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা বঙ্গবন্ধু বন্ধু পাঠচক্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের আসন্ন পৌর সভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন। ধামইরহাট উপজেলা আ’লীগের সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার এম.পি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ, সহসভাপতি নুরুজ্জামান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, আ’লীগ নেতা জাহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল গফুর, ইউনিয়ন আ’লীগ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ’লীগ সম্পাদক মাওলা গোলাম কিবরিয়া, আলমপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি সিরাজুল ইসলাম, উমার ইউনিয়ন আ’লীগ সম্পাদক শাহাজান আলী, আগানগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, জাহানপুর ইউনিয়ন আ’লীগ সম্পাদক গোলাম কিবরিয়া, ইসবপুর ইউনিয়ন আ’লীগ সম্পাদক মাহফুজুল আলম লাকি, খেলনা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।